" যেকোনো দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বা তদন্তকারী সংস্থার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে। এই অপরাধ দমনে বাংলাদেশ পুলিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন মাত্রা যোগ হইয়াছে। সেই প্রেক্ষিতে ২০০৬ সালের ৮ অক্টোবর বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ প্রনয়ণ করা হইয়াছে। উল্লিখিত বিষয়ে আইনী বৈধতা ও নিরাপত্তার স্বার্থেই আইনটি করা হইয়াছে। তবে আইনের প্রয়োগ ও বাস্তবায়নই হইল মূল কথা। এই আইনে সাইবার অপরাধের সংজ্ঞা, বিচার পদ্ধতি ও শাস্তির বিধান করা হইয়াছে। বিচার হইবে সাইবার ট্রাইব্যুনালে। সর্বোচ্চ সাজা এককোটি টাকা পর্যন্ত হইতে পারে। পুলিশের কমপক্ষে একজন সাব-ইন্সপেক্টরের রিপোর্টের ভিত্তিতে এবং এই আইনে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমোদনে অভিযোগ করা হইলে ট্রাইব্যুনাল (জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ) বিচার আমলে নিবেন।  অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও সাইবার অপরাধ প্রতিরোধ, চিহ্নিত বা দমন করার জন্য IT Expert দের সমন্বয়ে পুলিশের স্পেশাল ব্... " Learn More

অপরাধ বিজ্ঞান

" ইংরেজি Eve শব্দের আভিধানিক অর্থ হইল প্রথম নারী। বাইবেল অনুযায়ী সর্ব প্রথমে যিনি নারীরূপে জন্ম গ্রহণ করেন, তিনিই Eve। অর্থাৎ Eve হইল বিশ্বের প্রথম নারীর প্রতিভূ। তাহার পূর্বে কোনো নারী ছিলেন না। সৃষ্টিকর্তার সর্বপ্রথম সৃষ্ট নারীই হইল Eve। Eve  বলিতে কোনো নারী বা মেয়ে শিশুকে বুঝানো হইয়াছে এবং ইভটিজিং বলিতে কোনো নারী বা মেয়ে শিশুকে উত্যক্ত করা, খেপানো, বিরক্ত করা, যৌন নিপিড়নমূলক শালীনতাহানি করা বা অমর্যাদা করার বিষয়ে ইঙ্গিত করা হইয়াছে। ইভটিজিং করা কালে পুরুষ লোকটি (বালক-বৃদ্ধ) বিভিন্ন মন্তব্য ও অঙ্গভঙ্গি করিয়া নারী বা মেয়ে শিশুটিকে বিরক্ত বা অমর্যদা করিতে পারে। Eveteaser সব সময়েই একজন পুরুষ (বালক-বৃদ্ধ) এবং Victim একজন নারী বা মেয়ে শিশু হইবে।  ইভটিজিং একটি গুরুত্বর সামাজিক ব্যাধি। ইহার প্রকোপ দিনকে দিন বাড়িতেছে। এই অপকর্মের ফলে নারী ও মেয়ে শিশু স্কুল-কলেজে তথা বাড়ির বাহিরে পা রাখিতে সাচ্ছন্দ বোধ করে না। অনেকে মানসম্মানের ভয়ে,... " Learn More

অপরাধ বিজ্ঞান
MD Sirajul Islam, Inspector of Police

MD Sirajul Islam, Inspector of Police

" কমিউনিটি পুলিশিংঃ “পুলিশেই জনতা এবং জনতাই পুলিশ”। পুলিশের মূখ্য কাজই হইল-দুষ্টের দমন ও শিষ্টের পালন। অর্থাৎ দুষ্ট লোকদের দমন করিয়া সমাজে শান্তি ও শৃংখলা বজায় রাখা। তবে এই দূরহ কাজটি পুলিশের একার পক্ষে সার্থকভাবে সব সময় করা সম্ভব হয় না। তাই জনগনের সহায়তা নিতে হয়। সমাজ বিজ্ঞানীরাও বলিয়া থাকেন- সমাজের বাসিন্দাদের জন্যই পুলিশ কাজ করিয়া থাকে, সমাজের বাসিন্দারাই যখন অপরাধ দমনে সম্পৃক্ত হইবে, তখনি পুলিশের পক্ষে দুষ্টের দমন শিষ্টের পালন সম্ভব হইবে। জনগনের সম্পৃক্ততার জন্যই সর্বপ্রথমে জাপানে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার উদ্ভব হয়। রবার্ট টি প্রিডম্যান উহা সমর্থন করেন। শহরে, বন্দরে, মহানগরে বসবাসরত বিভিন্ন গোষ্ঠী, বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের লোকজনের আস্থা অর্জন করিয়া তাদেরকে পুলিশি কার্যক্রমে সহায়তাকারী শক্তি হিসাবে গণ্য করিতে হইবে। একটি নির্দিষ্ট এলাকার পুলিশ এবং জনগণ নিজ নিজ চাহিদা অনুসারে একে অপরের উপর সম্পূর্ণ আস্থা রাখিয়া অপরাধ দমন, সমাজে শৃংখলা স্থ... " Learn More

অপরাধ বিজ্ঞান
MD Sirajul Islam, Inspector of Police

MD Sirajul Islam, Inspector of Police

" ডিসক্রিশন বলিতে ব্যক্তি স্বাতন্ত্রের ইচ্ছাকে বুঝায়। আভিধানিক অর্থে Discretion বলিতে- বিচারবুদ্ধি সম্পন্নতা, বিচক্ষণতা ইত্যাদি এবং স্বেচ্ছামত কাজ করার স্বাধীনতাকে বুঝাইয়াছে। এই অর্থে পুলিশ ডিসক্রিশন বলিতে পুলিশের ব্যক্তিগত ইচ্ছামাফিক পুলিশি কার্যক্রমকে বুঝানো হইয়াছে। একজন পুলিশ সদস্য বা পুলিশ অফিসারকে পুলিশি কার্যক্রমে প্রায় সকল ক্ষেত্রেই তাদের এই ডিসক্রিশন ক্ষমতাকে কাজে লাগাইতে হয়। পরিস্থিতিই একজন পুলিশ অফিসারকে ডিসক্রিশন প্রয়োগে অনেকক্ষেত্রে বাধ্য করিয়া থাকে।  সব কাজেরই ভালো-মন্দ দুইটি দিক থাকিতে পারে। পুলিশ Discretion হইল একটি সিদ্ধান্ত যাহা সঠিক সময়ে সঠিক হইলে ভালো এবং সঠিক না হইলে তাহার মন্দ প্রভাব অবশ্যই পড়িবে। পুলিশের সব কাজেই সর্ব প্রথম আইন মোতাবেক হইতে হইবে। ইহাই পূর্ব শর্ত। অতঃপর পুলিশকে জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে। জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বা Discretion প্রয়োগ করিলে মন্দ ফলই পাওয়া যাইবে। বে-আইনী সমাবেশ দমন... " Learn More

অপরাধ বিজ্ঞান
MD Sirajul Islam, Inspector of Police

MD Sirajul Islam, Inspector of Police

" পর্ণগ্রাফী বলিতে যৌন উত্তেজক সামগ্রী বা নগ্ন নারী-পুরুষের ছবি সম্বলিত কাগজপত্র, পুস্তক-পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি প্রদর্শন করাকে বুঝানো হইয়া থাকে। নারী-পুরুষের যৌন মিলনের কলা-কৌশল সংক্রান্ত যাবতীয় খুটিনাটি বিষয়সমূহ ছবি বা  ভিডিও এর মাধ্যমে প্রদর্শন করা হইয়া থাকে। পর্ণগ্রাফীর মাধ্যমে সমাজের তরুণ প্রজন্মকে কলুষিত করা হইয়া থাকে। নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই প্রবল আকর্শণ থাকে। বিশেষ করিয়া যুবক বা তরুণরাই প্রথমে আকৃষ্ট হইয়া থাকে। এই আকর্ষণ খুবই দুর্বার। অজানাকে জানার জন্য বিশ্বভ্রমাণ্ডের সবাই অধীন। তাই নতুন প্রজন্ম অতি আগ্রহে এই সামাজিক অবক্ষয়ের আগুনে ঝাপাইয়া পড়ে। হিতাহিত জ্ঞান থাকে না। ভলোমন্দ বুঝার ক্ষমতাই থাকে না। মাদকের নেশার মতোই পর্ণ সামগ্রী বা পর্ণগ্রাফীর সাথে যাহারা জড়িত থাকে বা জড়াইয়া পড়ে, তাহারা সকলেই নেশাগ্রস্থ হইয়া পড়ে। নেশার টাকা সংগ্রহ করার জন্য নেশার আসক্ত ব্যক্তিরা এমন কোনো কাজ নাই যাহা তাহারা করিতে না পারে। পর্ণ ছবি দেখা... " Learn More

অপরাধ বিজ্ঞান

" অপরাধ বিশ্লেষণ (Crime Analysis) বলিতে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করাকে বুঝায়। অপরাধ বিজ্ঞানে এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। কেননা, ইহার মাধ্যমে যথাসময়ে অপরাধের ধরণ, অপরাধের প্রবণতা, অপরাধে সংশ্লিষ্টতা, পারস্পারিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে জানা যায়। অপরাধ বিশ্লেষণ বিভিন্নভাবে করা যাইতে পারে। যেমন-(১) পরিকল্পিত (Tactical) অপরাধ বিশ্লেষণঃ এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অপরাধ চিহ্নিত করিয়া অপরাধ দমনে ব্যবস্থা করা যায়। এইভাবে প্রাপ্ত তথ্য কোনো আইন শৃঙ্গখলা বাহিনী বা তদন্তকারী সংস্থাকে বিশেষ ধরণের অপরাধ প্রবণতা ও অপরাধী গ্রেফতারে সহায়তা করে। প্রাথমিক কাজটি হইল- অপরাধ প্রবণতা এবং ইহার ধরণ চিহ্নিত করা। এইক্ষেত্রে প্রাপ্ত তথ্য দ্বারা অপরাধী কি অপরাধ প্রক্রিয়া (Modus operandi) ব্যবহার করিয়াছে তাহা তদন্তকারী অফিসার জানিতে পারিবেন এবং আসামীকে গ্রেফতার করা সম্ভব হইবে। অপরাধের গুরুত্ব, প্রকৃতি, ধরণ, অপরাধীর শারীরিক বর্ণনা, তাহারা... " Learn More

অপরাধ বিজ্ঞান
MD Sirajul Islam, Inspector of Police

MD Sirajul Islam, Inspector of Police

" ধুতুরা এক ধরণের গাছ। বাংলাদেশে দুই ধরণের ধুতুরা গাছ দেখিতে পাওয়া যায়। একটির ফুল সম্পূর্ণ সাদা এবং অন্যটিতে বেগুনি রঙের দাগযুক্ত ফুল ফুটে। উভয় ধরণের ফুল হইতেই বেশ বড় গোলাকার কাটাযুক্ত ফল হয়। এই দুই জাতের ফলই বিষাক্ত। ফলের শুকনা গুড়া বিষক্রিয়ায় ব্যবহার করা হইয়া থাকে। তবে এই গাছের সকল অংশই বিষাক্ত। ধুতুরার জাত দুইটি।  যথা-(১) ধুতুরা ফেটোউসা এবং(২) ধুতুরা স্ট্রামোনিয়াম।  ইহা স্নায়ুবিক বিষ।  ধুতুরার বিষের লক্ষণ বা উপসর্গঃ এই বিষ সেবনের পর পাকস্থলিতে বেশ প্রভাব বিস্তার করে এবং নিম্নলিখিত উপসর্গসমূহ প্রকাশ করিয়া থাকে। (১) সেবনকারীর মাথা ঘুরে, শরীর স্থির থাকে না, মুখে বিস্বাদ লাগে;(২) গলা ও মুখ শুকাইয়া যায়;(৩) দৃষ্টিশক্তি আস্তে আস্তে ঝাপসা দেখায়;(৪) কণ্ঠস্বর ক্রমেই ক্ষীণ হইয়া আসে। (৫) হৃদযন্ত্র ও নারীর গতি দ্রুত হয়;(৬) ত্বক শুকনা ও খসখসে হয়;(৭) কথাবার্তা অসংলগ্ন হইয়া পড়ে;(৮) মন কল্পনাপ্রবন হয়; (৯) শরীর ক্রম... " Learn More

অপরাধ বিজ্ঞান
MD Sirajul Islam, Inspector of Police

MD Sirajul Islam, Inspector of Police

" মৃত্যু সাধারণত তিন প্রকার। যথা-(১) মুর্চ্ছা যাওয়া (Syncope); (২) দম বন্ধ হওয়া (Asphyxia); (৩) অচেতনাবস্থা (Coma)।  মাবনুষের জৈবিক বৈশিষ্ট্যের অপরিবর্তনশীল বিলুপ্তিই মৃত্যু। এই মৃত্যু দুইটি স্তরে ঘটিয়া থাকে। যেমন-(ক) দেহগত মৃত্যু,(খ) কোষগত মৃত্যু।  ফাঁসিতে মৃত্যুর লক্ষণসমূহঃ (১) চেহারা বিবর্ণ এবং মুখ মণ্ডল শান্ত থাকে তবে কখনও লালচে ও স্ফীত থাকে। (২) ঠোঁট, নখ, চামড়ায় নীলবর্ণ বা কালশিরা আসিতে চায় এমন দেখায়। (৩) চোখ অর্ধখোলা অথবা কখনও বাহির হইয়া আসিতে চায় এমন দেখায়।(৪) চোখের মনি সম্প্রসারিত থাকে।(৫) জিহবা দাঁতের মধ্য দিয়া বাহিরে আসতে চায় কিংবা দাঁতে চাপিয়া ধরা থাকে। (৬) থুতনী ও বুকের উপর সোজাসুজিভাবে লালা গড়াইয়া পড়ে। (৭) যৌন অংঙ্গসমূহে উত্তেজনারভাব দেখা যায়।(৮) পুরুষাঙ্গ হইতে শুক্র নির্গত হইতে পারে।(৯) নাক, কান ও মুখ দিয়া রক্তিম তরল পদার্থ নির্গত হইতে পারে। (১০) মলমূত্র নির্গত হইতে প... " Learn More

অপরাধ বিজ্ঞান
MD Sirajul Islam, Inspector of Police

MD Sirajul Islam, Inspector of Police

" কোনো মৃত্যুর ঘটনায় বিষ প্রয়োগ করা হইয়াছে বলিয়া সন্দেহ হইলে ময়না তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক্তার চুড়ান্ত মতামত প্রদান করিবার পূর্বে মৃতদেহের পাকস্থলীর ভিতরের দ্রব্যাদি সংরক্ষণ করিয়া রাসায়নিক পরীক্ষার জন্য তথা বিষের অস্থিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য উহা রাসায়নিক পরীক্ষকের নিকট পুলিশের মাধ্যমে প্রেরণ করিয়া থাকেন। উহাকেই ভিসেরা বলা হয়।  বিভিন্ন ধরণের বিষ রহিয়াছে। যেমন- (১) ক্ষয়কারক বিষ,(২) উত্তেজক বিষ,(৩) স্নায়বিক বিষ,(৪) অন্যান্য বিষ ইত্যাদি।  উল্লিখিত বিষ সমূহের সবগুলি এক ধরণের প্রতিক্রিয়া দেখায় না। এক একটির প্রতিক্রিয়া এক এক ধরণের। যেমন-(১) জ্বালা পোড়া ও ঘা,(২) প্রদাহ,(৩) স্নায়ুবিক প্রতিক্রিয়া, (৪) নির্দিষ্ট প্রতিক্রিয়া,(৫) বিলম্বিত প্রতিক্রিয়া ইত্যাদি।  মানুষের দেহে বিষ প্রয়োগ করা হইলে প্রকারভেদে নানারকম লক্ষণ প্রকাশ করিয়া থাকে। যেমন-(১) মুখের কিনারায়, নিউকাস মেমব্রেনে ক্ষত;(২) বমি হইলে কালচে... " Learn More

অপরাধ বিজ্ঞান

" কোনো অপরাধীকে সনাক্তকরণের সর্বোত্তম পদ্ধতি হইল আঙ্গুলের ছাপের তুলনামুলক পরীক্ষা। অপরাধের ঘটনাস্থলে আঙ্গুলের ছাপ পাওয়া গেলে তা যদি সন্দিগ্ধ ব্যক্তির আঙ্গুলের ছাপের সহিত মিলিয়া যায়, তবে নিশ্চিতভাবে বলা যায় যে, উক্ত সন্দিগ্ধ ব্যক্তি ঘটনাস্থলে হাজির ছিল। কোনো অপরাধীর ঘটনাস্থলে আঙ্গুলের ছাপ পাওয়ার অর্থ যেন এই যে, সে নিজের নাম ঠিকানা সম্বলিত ভিজিটিং কার্ড সেখানে রাখিয়া আসিয়াছে। কোনো ভিজিটিং কার্ড হইতে যেমন কোনো ব্যক্তিকে খুঁজিয়া বাহির করা সম্ভব, তেমনি ঘটনাস্থলে প্রাপ্ত আঙ্গুলের ছাপ দ্বারা অপরাধীকে নির্ভুলভাবে সনাক্ত করা যায়। সেই কারণেই কোনো অপরাধের ঘটনাস্থলে অপরাধী কর্তৃক ফেলাইয়া যাওয়া আঙ্গুলের ছাপকে পরিদর্শন কার্ড বা Visiting card  বলা হইয়া থাকে।  ঘটনাস্থলে সাধারণত তিন ধরণের আঙ্গুলের ছাপ দেখিতে পাওয়া যায়। যেমন- (১) খোদাই ছাপ (Plastic print): কোনো নরম দ্রব্যের উপর হাত রাখিবার ফলে এই ছাপ পড়ে। মাখন, মোম, ধুলার আস্তর, পেস্ট, সা... " Learn More

অপরাধ বিজ্ঞান

Dotted Shape Dotted Shape
পাওনা টাকা আদায় করার পদ্ধতি
চুরি ছিন্তাই দস্যুতা এবং ডাকাতি কি?
মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হলে পাওয়ার উপায়
পাওনা টাকা আদায় করার পদ্ধতি পাওনা টাকা আদায় করার পদ্ধতি

পাওনা টাকা আদায় করার পদ্ধতি

Read More
চুরি ছিন্তাই দস্যুতা এবং ডাকাতি কি? চুরি ছিন্তাই দস্যুতা এবং ডাকাতি কি?

চুরি ছিন্তাই দস্যুতা এবং ডাকাতি কি?

চুরি, ছিন্তাই, দস্যুতা এবং ডাকাতির পার্থক্য না বুঝার কারণে অনেকে থানায় গিয়ে ভুল তথ্য উপস্থাপন করেন ফলে তাদেরকে পুলিশী সেবা প্রদান করা কঠিন হয়ে যায়।...

Read More
মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হলে পাওয়ার উপায় মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হলে পাওয়ার উপায়

মোবাইল হারিয়ে গেলে কিংবা চুরি হলে পাওয়ার উপায়

Read More