Featured Posts
Trending Posts
জাল নোট চিনার উপায় কি ?
1 day ago
MD Sirajul Islam, Inspector of Police
" সরকারিভাবে বা সরকারি নিয়ন্ত্রণে যে সকল কাগজে টাকা তৈরি, ছাপানো এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অন্যান্য ব্যাংক ও বাজারে চালু করা হয় সেইগুলি আসল টাকা বা নোট। উহার বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আসল টাকার অনুরূপ কোনো নোট প্রস্তুত করিয়া বাজারে চালু করিলে বা সংরক্ষণ করিলে, সেইগুলিই জালনোট হিসাবে গণ্য। জালকারী বিভিন্ন পদ্ধতি ব্যবহার করিয়া থাকে এবং বিভিন্ন যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করিয়া থাকে। সাধারণত নিম্নলিখিত পদ্ধতিতে জালনোট প্রস্তুত করা হইয়া থাকে। (১) হাতে প্রস্তুতঃ টাকার আকৃতির সাদা কাগজে কলম দিয়া নকশা করিয়া কালি ও রং ব্যবহার করিয়া জাল নোট প্রস্তুত করা হয়। ইহা খুব নিম্নমানের। ২) লিথোগ্রাফিঃ লিথোগ্রাফির সাহায্যে আসল টাকার আদলে তৈরি করা হয়। পরে হাত দিয়া রং করা হয়। ত্রুটিযুক্ত থাকে। ইহাও খুব নিম্নমানের। (৩) ফটো লিথোগ্রাফঃ আসল টাকার ছবি উঠাইয়া লিথোগ্রাফ প্লেটের উপর ছাপ দিয়া উক্ত জাল কাগজে নিয়া হাতে ফিনিশি... " Learn More
তদন্তকারী অফিসারের দায়িত্ব ও কর্তব্য
3 days ago
MD Sirajul Islam, Inspector of Police
" তদন্ত বলিতে সাধারণত কোনো অপরাধ সংঘটনের সঠিক তথ্য সংগ্রহ করাকে বুঝায়। অর্থাৎ সত্য উদঘাটন করাই তদন্তের মূখ্য উদ্দেশ্য। এই সত্য উদঘাটনের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করিতে হয়। সঠিক তথ্য সংগ্রহে যিনি যতো পারদর্শী তিনি ততো দক্ষ তদন্তকারী অফিসার। তাই তদন্তকারী অফিসারকে ফৌজদারী কার্যবিধি এবং পিআরবি এর বিধি-বিধান অনুসরণ করিয়া বিরতিহীনভাবে তদন্তকার্য পরিচালনা করিতে হয়। একজন দক্ষ তদন্তকারী অফিসারকে মামলা তদন্তকালে নিম্নলিখিত বিষয়গুলি সঠিকভাবে অনুসরণ করিতে হইবে। (১) তদন্তের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই এজাহার সংশ্লিষ্ট সকল কাগজপত্র গভীরভাবে পর্যালোচনা করিয়া মামলার ক্লু সংগ্রহ করা। (২) তদন্তের দায়িত্ব গ্রহণ করার পর থানার পুলিশ রেকর্ড পর্যালোচনা করিয়া তথ্য সংগ্রহ করা। (৩) থানায় সংরক্ষিত ভিলেজ ক্রাইম নোট বুক (VCNB) অথবা সিডিএমএস হইতে অপরাধীদের তথ্য সংগ্রহ করা (পিআরবি-৩৯১)। (৪) সম্পত্তি চুরি... " Learn More
জালিয়াতি কত প্রকার ও কি কি?
4 days ago
MD Sirajul Islam, Inspector of Police
" জালিয়াতিঃ যে ব্যক্তি জনগণ বা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি বা অনিষ্ট সাধন করা বা কোনো দাবী বা অধিকার সমর্থন করা অথবা কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ করিতে বা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ চুক্তি সম্পাদনে বাধ্য করিবার অভিপ্রায়ে কিংবা প্রতারণা বা প্রতারণা করা যাইতে পারে এইরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা এমন দলিলের অংশবিশেষ তৈরি করে, সেই ব্যক্তি জালিয়াতি করিয়াছে বলিয়া গণ্য হইবে (বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪৬৩ ধারা)। জালিয়াতি ৪ (চার) প্রকার। যেমন- (১) মুক্তহস্ত, অনুকরণ বা নকলকৃত জালিয়াতি (Free hand, Sumulated or Copied Forgery)। (২) ট্রেসিং জালিয়াতি (Traced Forgery)। (৩) স্মৃতির সাহায্যে জালিয়াতি (Forgery by Memory)।(৪) নমুনা ব্যতীত জালিয়াতি বা অন্যের নামে জালিয়াতি (Forgery without model or Forgery by impersonation)এই প্রকারভেদ দস্তখত বা হাতের লেখা সনাক্তকরণ ও তুলনার উদ্দেশ্যে করা হইয়া থাকে। ট্রেসিং জালিয়াতির পদ্ধতি... " Learn More
সামাজিক অবক্ষয়ের কারণ কি?
5 days ago
MD Sirajul Islam, Inspector of Police
" মানুষ সামাজিক জীব। সৃষ্টির উষালগ্ন পার হইয়া মানুষ যখন দলবদ্ধ হইয়া চলাফিরা বা বসবাস করিতে শিখে তখন হইতে তাহারা নিজেদের মতো করিয়া কিছু কিছু নিয়ম কানুন বা রীতি-নীতি তৈরী করিয়া মানিয়া চলিতে থাকে। ঐ সকল নিয়ম-কানুন বা বাধা-নিষেধ পরবর্তীতে সভ্যতার বিকাশের সাথে সাথে আধুনিক হইতে আধুনিকতর হইতে থাকে। বর্তমান সভ্য সমাজ, সমাজের অনুশাসন মানিয়া চলিতে অভ্যস্ত। কিন্তু মানুষ সভ্য হইলেও সমাজের নানা স্তরের মানুষ নানা কারণে এই সভ্যতাকে নানাভাবে কলুষিত করিয়া থাকে। যে সকল কারণে মানুষ জীবনকে বিষময় করিয়া তুলে, সেইগুলিই বর্তমান সমাজ জীবনে সামাজিক সমস্যা হিসাবে চিহ্নিত। সামাজিক সমস্যাগুলি প্রত্যেকটিই সমাজের মধ্যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করিয়া সমাজকে ক্ষতিগ্রস্ত করিয়া থাকে। এই সামাজিক সমস্যাগুলিই সামাজিক অবক্ষয় হিসাবে চিহ্নিত। সামাজিক অবক্ষয়ের জন্য বেশ কিছু কারণ বিদ্যমান রহিয়াছে, যেগুলি সমাজকে প্রতিনিয়ত নষ্ট করিয়া থাকে। যেমন-(১) দারিদ্রতাঃ দারিদ্রতার কারণে অন... " Learn More
মানুষ কেনো অপরাধ করে?
5 days ago
MD Sirajul Islam, Inspector of Police
" অপরাধ সংঘটনের কারণ বহুবিধ, যাহা এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। বিভিন্ন অপরাধ বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী এই মানব আচরণকে বা অপরাধকে নানাভাবে ব্যাখ্যা করিয়াছেন এবং সেইগুলি অপরাধের কারণ হিসাবে উল্লেখ করিয়াছেন। তাছাড়া সমাজ বিজ্ঞানীরাও নানাভাবে অপরাধ সম্পর্কে বলিয়াছেন। যেমন-বিজ্ঞানী কার (Carr) বলিয়াছেন- অপরাধ প্রবনতা হইল “সামীকরণ বিদ্যা, যেখানে মিলের চেয়ে বিচ্যুতি বেশি”। আবার মার্কসের নীতি অনুসারে বলা যায়, “দারিদ্রতা হইতে হেয় নীতিজ্ঞান জন্মে ও দরিদ্র মানুষেরাই অপরাধ প্রবণ হয়”। ড. বার্ট (D. Burt) বলিয়াছেন, “অপরাধী পরিবারের ছেলে-মেয়েরা অপরাধ প্রবণ হয়”। হারউইজ (Harwitz) বলিয়াছেন, “অপরাধের কারণগুলি অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের ফলে সৃষ্ট”। মেনডন এবং গ্যালটন বলিয়াছে, “বংশগতি হইল অপরাধের অন্যতম কারণ”। এই বিবেচনায় অপরাধের কারণগুলিকে চার ভাগে ভাগ করা যায়ঃ(ক) ব্যক্তিগত কারণ,(খ) সামাজিক কারণ,(গ) পারিবেশিক কারণ এবং (ঘ) মনোবৈজ্ঞানিক কারণ ইত্যাদ... " Learn More
বিট পুলিশিং কি?
6 days ago
MD Sirajul Islam, Inspector of Police
" দুষ্টের দমন ও শিষ্টের প্রথা পালনই হইল পুলিশের প্রধান কর্তব্য। সমাজে আইন-শৃংখলা রক্ষা করা, জনজীবনে শান্তি প্রতিষ্ঠা করা, জনগনের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা, জনগনের চলাচল নির্বিঘ্ন করা, সবলের অত্যাচার হইতে দুর্বলকে রক্ষা করা প্রভৃতি নানা ধরনের কাজে পুলিশ সদস্যদেরকে সদা সক্রিয় থাকিতে হয়। পুলিশি কার্যক্রমে পুলিশ আইনসংগতভাবেই জনসাধারণের সাহায্য সহায়তা পাইতে পারে। তাই পুলিশকে জনসাধারণের কাছাকাছি থাকিয়া জনগনের ভালো মন্দের প্রতি নজর রাখিয়া পুলিশি কার্যক্রম পরিচালনা করিতে হয়। জনগনের সাহায্য সহায়তা তথা পুলিশি কার্যক্রমে জনগনের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য এবং কার্যক্রমে সফলতা লাভ করার জন্য পুলিশকে সময়ের সাথে তাল মিলাইয়া প্রতিনিয়তই কিছু না কিছু পদক্ষেপ গ্রহণ করিতে হয়। যেমন- গ্রাম পুলিশ গঠন, সংরক্ষণ ও পরিচালনা এবং কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম গ্রহণ। পুলিশের সাথে সম্পৃক্ত থাকিয়া এই ধরণের কার্যক্রম পরিচালিত হইয়া থাকে। গ্রামে যেমন গ্... " Learn More
কিশোর অপরাধ কি?
2 weeks ago
MD Sirajul Islam, Inspector of Police
" ২০১৩ সালের শিশু আইনের ৪ ধারা মোতাবেক ১৮ বছরের কম বয়স্ক প্রত্যেক ব্যক্তিকে শিশু বুঝানো হইয়াছে। সাধারণত ১৭-১৮ বছর বয়স্ক শিশুদের কিশোর হিসাবে গন্য করা হয়। শিশু আইন অনুযায়ী কিশোররাও শিশু। কিশোর অপরাধী অর্থ এইরূপ কোনো শিশু যাহাকে অপরাধ করিতে দেখা যায়। এই শিশু যে অপরাধ করে থাকে তাহাকে কিশোর অপরাধ বলা হয়। আভিধানিক অর্থে কিশোর অপরাধ বলিতে যে সকল অল্প বয়স্ক শিশু কিশোর-(ক) যাহারা মানসিকভাবে পরিণতি বুঝিতে অক্ষম,(খ) যাহারা অপরিণত বুদ্ধির অধিকারী,(গ) যাহারা সরল মনের অধিকারী অর্থাৎ যাহাদের অপরাধবোধ নাই, তাহারা যেসকল অপরাধ করিয়া থাকে তাহাকেই কিশোর অপরাধ বলা হয়।কিশোর অপরাধের কারণ সমুহ:শিশু কিশোরদের অপরাধ সমূহ অপরাধ আচরণের সাধারণ নিয়ম বা মতবাদ দ্বারা পরিমাপ করা সম্ভব নহে। শহরে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের কারণে কিশোর অপরাধের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। অপরাধ বিজ্ঞানী ড. পঞ্চালন ঘোষাল কিশোর অপরাধ চিহ্নিত করিতে যে সকল কারণ সমূহ বর্ণনা করিয়াছেন... " Learn More
হোয়াইট কলার অপরাধী কারা?
2 weeks ago
MD Sirajul Islam, Inspector of Police
" অপরাধ বিজ্ঞানীদের মতে হোয়াইট কলার অপরাধীরা অর্থনৈতিক অপরাধী হিসাবে গণ্য। পেশা বা ব্যবসার সুবিধার জন্য অথবা ব্যবসায় অবৈধ লাভ করিবার জন্য ব্যবসায়ী ও পেশাজীবিরা অহরহ যে অপরাধ করিয়া থাকে, তাহারাই হোয়াইট কলার অপরাধী। অপরাধ বিজ্ঞানী এডইন হ্যারি সাদারল্যান্ড উচ্চ আর্থ-সামাজিক মর্যাদার এই সকল অপরাধীদেরকে হোয়াইট কলার অপরাধী হিসাবে আখ্যায়িত করিয়াছেন। হোয়াইট কলার অপরাধীরা প্রধানত ফৌজদারী ও দেওয়ানী আইন ভঙ্গসহ বাংলাদেশে প্রচলিত শিল্প আইন, পরিবেশ আইন, ব্যবসা সংক্রান্ত আইন, চুক্তি আইন, গ্রন্থ-স্বত্ব আইন, ট্রেড মার্ক আইন, সিকিউরিটি এক্সচেঞ্জ আইন, বীমা আইন, আমদানী রপ্তানী আইন, শুল্ক আইন, আয়কর আইন ইত্যাদীর পরিপন্থি কাজ করিয়া থাকে। অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড ১৯৪০ সাল হইতে হোয়াইট কলার অপরাধীদের বিশষটি সর্ব প্রথমে জনসম্যকে পরিচিত করেন।অন্যান্য অপরাধীদের সহিত হোয়াইট কলার অপরাধীর পার্থক্য:(১) এই অপরাধটি উচ্চ আর্থ-সামাজিক মর্যাদার লোকদের অপরাধ। নিম্ন আর্থ-সামাজ... " Learn More
অপরাধ কাকে বলে?
2 weeks ago
MD Sirajul Islam, Inspector of Police
" দেশে প্রচলিত আইনের পরিপন্থি যে কোনো কাজই অপরাধ। করণীয় কাজ না করিলে এবং নিষিদ্ধ কাজ করিলে অপরাধ হয়। অর্থাৎ যে সকল আচরণ বা কাজের জন্য আইনে শাস্তির বিধান আছে, তাহা অপরাধ। অপরাধ সব সময়েই সমাজের জন্য ক্ষতিকারক। বাংলাদেশ দন্ডবিধি আইন, বিশেষ আইন এবং স্থানীয় আইনে শাস্তিযোগ্য কাজই হইল অপরাধ। বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪০ এবং ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ণ) ধারায় অপরাধের সংজ্ঞা প্রদান করা হইয়াছে।অপরাধ আচরণে মানব মনের ভূমিকা:অপরাধ আচরণে মানব মনের ভূমিকা অপরিসীম। বিভিন্ন অপরাধ বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী অপরাধ আচরণে মানব মনের ভুমিকা প্রসঙ্গে নানারূপ মতামত ব্যক্ত করিয়াছেন। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড মনকে তিনটি স্তরে ভাগ করিয়াছেন। যেমন- (১) সচেতন মন (২) অর্ধচেতন মন এবং (৩) অবচেতন মন বা অচেতন মন।মানুষ সমাজবদ্ধ জীব হইলেও সমাজের সবাই কিন্তু অপরাধে জড়াইয়া পরে না। কেউ অপরাধী হইয়া পড়ে আবার কেহ সারাজীবন সৎ থাকিয়া যায়। মানব আচরণ সত্যিই বড় বিচিত্র... " Learn More
মামলা করার নিয়ম
ধর্ষণ মামলা করার নিয়ম
মোটর সাইকেল চুরি হলে কি করবেন
মামলা করার নিয়ম
দেশের মানুষ প্রত্যেক দিন কোথাও না কোথাও দুস্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন। দুস্কৃতিকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সহজ সরল মানুষদের টার্গেট করে তাদেরকে...
Read Moreধর্ষণ মামলা করার নিয়ম
ধর্ষণ মামলা করার পূর্বে জানতে হবে ধর্ষণ কাকে বলে? যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ১৬ (ষোল) বছরের অধিক বয়সের কোন নারীর সহিত তার সম্মতি...
Read More